রাজধানীতে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ক্রাইমবার্তা রিপোট: রাজধানীর বাড্ডার আফতাবনগর এলাকায় গুলিবিদ্ধ দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোররাতে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত দুই যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁদের একজনের বয়স আনুমানিক ২৫ এবং আরেকজনের ৩০ বছর হতে পারে বলে পুলিশ জানায়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, বাড্ডা থানার পুলিশের একটি দল গুলিবিদ্ধ দুই যুবককে উদ্ধার করে ভোর রাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। আনার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। তবে ঠিক কখন তাঁরা মারা গেছেন তা নিশ্চিত করে বলা যায়নি। লাশ জরুরি বিভাগ মর্গে রাখা আছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

০৮ ডিসেম্বর ২০১৭,শুক্রুবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

 

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।