রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারকে সুদমুক্ত ঋণ সহায়তা প্রদান কালে জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম

ক্রাইমবার্তা রিপোর্ট:দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে হবে

শেখ কামরুল ইসলাম : রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে গরু প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে শহরের কাটিয়াস্থ শাহী মসজিদের সামনে প্রেসিডেন্ট রোটাঃ এনছান বাহার বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে গরু তুলে দেন রোটাঃ পিপি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, ‘দারিদ্রতা সমাজের অভিশাপ। আমাদের চার পাশে যে সব হতদরিদ্র মানুষ আছে তাদের পাশে দাড়ানো প্রত্যেক বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দেশকে মধ্যম আয়ের দেশে পরিনত করতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে হবে। রোটারী ক্লাব অব সাতক্ষীরা তার জন্মলগ্ন থেকে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।’ এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে দুঃস্থ ও অসহায় ৮টি পরিবারকে আয় বৃদ্ধিমূলক প্রকল্প এ সুদমুক্ত অর্থ ঋণ সহায়তা প্রদানের লক্ষ্যে মাল্টি ডিস্ট্রিক কমব্যাট হাঙ্গার প্রজেক্টের আওতায় গৃহীত ঐ ঋণ এক বছরে পরিশোধ যোগ্য।

এসময় উপস্থিত ছিলেন সেক্রেটারী এড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি বিশ^নাথ ঘোষ এমডি,রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ শফিউল ইসলাম শফি, রোটাঃ মাহবুবার রহমান,  রোটাঃ এমদাদ হোসেন, রোটাঃ হাছিবুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু ও রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ নুর ইসলাম ঢালীসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাঃ সদস্যরা ।

০৮ ডিসেম্বর ২০১৭,শুক্রুবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।