রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জনস্বার্থে পাস পোর্ট যাত্রীদের সুবিধার্থে ভোমরা ইমিগ্রেশনে পাবলিক টয়লেট উদ্বোধন

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে জনস্বার্থে পাস পোর্ট যাত্রীদের সুবিধার্থে ভোমরা ইমিগ্রেশনে পাবলিক টয়লেট উদ্বোধন

শেখ কামরুল ইসলাম : রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেক পোষ্ট এলাকায় জন স্বার্থে পাস পোর্ট যাত্রীদের সুবিধার্থে একটি পুরুষ ও মহিলা পাবলিক টয়লেট উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেক পোষ্ট এলাকায় প্রেসিডেন্ট রোটাঃ এনছান বাহার বুলবুল ফিতা কেটে এ টয়লেট উদ্বোধন করেন। এসময় প্রেসিডেন্ট রোটাঃ এনছান বাহার বুলবুল বলেন, দীর্ঘদিন ভারত বাংলাদেশী পাস পোর্ট যাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে টয়লেট ব্যবহার করতো। রোটারী ক্লাব অব সাতক্ষীরা সব সময় আত্মমানবতার সেবায় কাজ করে আসছে। তাই যাত্রীদের সেবা দিতে ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেক পোষ্ট এলাকায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা জন স্বার্থে ১ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে দুটি টয়লেট নির্মাণ করেছে। পরবর্তীতে এই ইমিগ্রেশন এলাকায় স্বাগত বাংলাদেশ ও ধন্যবাদ বাংলাদেশ রোটারী ক্লাবের লগো ব্যবহার করে স্থাপন করবো। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইমিগ্রেশন পুলিশ চেক পোষ্ট ইনচার্জ শেখ জুয়েল আহমেদ, রোটারী ক্লাব অব সাতক্ষীরার সেক্রেটারী এড. শাহনওয়াজ পারভীন মিলি, রোটাঃ পিপি সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ পিপি হাবিবুর রহমান হবি, রোটাঃ পিপি বিশ^নাথ ঘোষ এমডি,রোটাঃ পিপি প্রফেসর ভূধর সরকার, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ কামরুজ্জামান রাসেল, রোটাঃ পিপি মাগফুর রহমান, রোটাঃ শফিউল ইসলাম শফি, রোটাঃ মাহবুবার রহমান,  রোটাঃ এমদাদ হোসেন, রোটাঃ হাছিবুর রহমান, রোটাঃ মনিরুজ্জামান টিটু ও রোটাঃ আশরাফুল করিম ধনিসহ রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাঃ সদস্যরা ।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।