মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা):শ্যামনগরে বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এর আয়োজনে এবং কয়েকটি বে-সরকারী প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এম পি এস এম জগলুল হায়দার। এম পি এস এম জগলুল হায়দার বলেন, এ সরকার নারী বান্ধব সরকার। নারী নির্যাতন রোধ, বাল্য বিবাহ রোধ সহ নারীদের সার্বিক উন্নয়নে এ সরকার আন্তরিক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আশেক ই এলাহী, সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার,থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর শাখার সভানেত্রী শাহানা হামিদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য উপজেলার ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন, সেলিনা বেগম, রাবেয়া খাতুন, হামিদা বেগম, আসমা বেগম, শেফালী বিবি। অনুষ্ঠানাদির সার্বিক উপস্থাপনার দায়ত্ব পালন করেন-প্রভাষক ডালিয়া পারভীন।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …