সামাজিক অবক্ষয় রোধ করতে হলে কুরআন-সুন্নাহর পথে ফিরে আসা ছাড়া আর কোন পথ নেই।
গাজীপুর সংবাদদাতাঃ টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় গতকাল শনিবার অভিভাবকদের সাথে শিক্ষকদের এক মত বিনিময় সভায় অভিভাবকরা বলেন, সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার, অপসংস্কৃতি ও মাদকের আগ্রাসনে জাতি আজ নিমজ্জিত। এ অবস্থায় দুনিয়া ও আখেরাতের কল্যাণে সন্তানদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলতে এবং তাদের সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্য কোথাও তারা আস্থা রাখতে পারছেন না। বর্তমানে চর্তুমুখী সামাজিক অবক্ষয় যেভাবে ধেয়ে আসছে এর গতিবেগ ও ক্ষতিকর প্রভাব যে কোন প্রাকৃতিক দুর্যোগের চেয়েও ভয়াবহ। সামাজিক অবক্ষয়, প্রযুক্তির অপব্যবহার, মাদক ও অপসংস্কৃতির আগ্রাসন রোধ করা না গেলে তা আমাদেরকে কিয়ামত পর্যন্ত নিয়ে ঠেকাবে। ভয়াবহ এই অবক্ষয় রোধ করতে হলে একমাত্র কুরআন-সুন্নাহর পথে ফিরে আসা ছাড়া আর কোন পথ নেই।
মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবীদ মাওলানা মোহাম্মদ যাইনুল আবেদীনের সভাপতিত্বে মাদরাসার পরীক্ষা ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অভিভাবকরা তাদের বিভিন্ন মূল্যবান মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দেশপ্রেমে উজ্জীবিত, ইমানী চেতনায় বলিয়ান সৎ ও যোগ্য নাগরিক তৈরির লক্ষকে সামনে নিয়ে তারা কাজ করছেন। এব্যাপারে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অবিভাভাবকদের মতামতের আলোকে আরো বক্তব্য দেন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এডভোকেট গোলাম মোস্তফা।
০৯ ডিসেম্বর ২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি