সড়কে প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

সড়কে প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

ক্রাইমবার্তা রিপোর্ট:নোয়াখালীর সেনবাগ উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার সন্ধ্যার দিকে উপজেলার ছাতারপাইয়া-সোনাইমুড়ি সড়কের মোল্লারটেক নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যারদিকে ছাতারপাইয়া বাজার থেকে একটি মোটরসাইকেলযোগে তিন আরোহী সোনাইমুড়ি আভিমুখে রাওনা দিয়ে মোল্লারটেক সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়।  এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান।  হাসপাতালে নেয়ার পথে আরও একজন মৃত্যু হয়।

স্থানীয়ভাবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  খবর পেয়ে সেনবাগ ও সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

০৯ ডিসেম্বর ২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।