মোস্তফা কামাল,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্যামনগরের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন এর বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও যৌতুকের দাবী করার অভিযোগে মামলা ও সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করা হয়েছে। মামলাটি দাযের করেন তার তৃতীয় স্ত্রী সাতক্ষীরা সদর উপজেলা সাল্যে গ্রামে গোলাম কাদেরের কন্যা হুমায়রা। সাতক্ষীরা সদর থানায় মামলা নং- ০২। মামলা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ সূত্রে প্রকাশ, শ্যামনগরের ১৩৪নং মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাদঘাটা গ্রামের মৃত আমিন উদ্দিন মোল্যার পুত্র মাহাতাব উদ্দিন তার ৩য় স্ত্রী হুমায়রা (২৬) এর কাছে ৫ লক্ষ টাকা যৌতুকের জন্য দাবী করে। যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় হুমায়রা কে গত ২৩ নভেম্বর ব্যাপক মারপিট করে রক্তাক্ত জমাট ফোলা জখম করে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়রা হুমায়রাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। যার রেজিঃ নং ৬৬৮২। বর্তমানে প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও শিক্ষক হাজিরা খাতায় বাড়ীতে আনিয়ে উপস্থিতি স্বাক্ষর করছে বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। এটিও তপন কুমার মন্ডল ও তার ভাই বিদ্যালয়ের সভাপতি তৈমুর মোল্যা হওয়ায় প্রধান শিক্ষক নানাবিধ অনৈতিক সুযোগ নিচ্ছেন। প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন বর্তমানে মেডিকেল ছুটি নিতে বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করেছেন। আসন্ন বার্ষিক পরীক্ষায় প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এ ব্যাপারে উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা তপন কুমার মন্ডলের ব্যবহৃত ০১৭১৫-২৯৯৭৩৯ নং মোবাইলে ও সভাপতি তৈমুর মোল্যা কে চেষ্টা করেও যোগাযোগে না পাওয়ায় ভাষ্য নেওয়া সম্ভব হয়নি। প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন বলেন,তার স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ বিবাদ লেগেই আছে।
০৯ ডিসেম্বর ২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি