মোস্তফা কামাল, শ্যামনগর (সাতক্ষীরা):শ্যামনগরে বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এর আয়োজনে এবং কয়েকটি বে-সরকারী প্রতিষ্ঠানের সহযোগীতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের এম পি এস এম জগলুল হায়দার। এম পি এস এম জগলুল হায়দার বলেন, এ সরকার নারী বান্ধব সরকার। নারী নির্যাতন রোধ, বাল্য বিবাহ রোধ সহ নারীদের সার্বিক উন্নয়নে এ সরকার আন্তরিক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ আশেক ই এলাহী, সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার,থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, জাতীয় মহিলা সংস্থা শ্যামনগর শাখার সভানেত্রী শাহানা হামিদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য উপজেলার ৫ জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত নারীরা হলেন, সেলিনা বেগম, রাবেয়া খাতুন, হামিদা বেগম, আসমা বেগম, শেফালী বিবি। অনুষ্ঠানাদির সার্বিক উপস্থাপনার দায়ত্ব পালন করেন-প্রভাষক ডালিয়া পারভীন।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …