ফিরোজ হোসেন : মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সাতক্ষীরা জেলা শাথার উদ্যোগে ১০ ডিসেম্বর ২০১৭ আন্তর্জাতিকমানবাধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় তুফান কোম্পানী মোড় হইতে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা মুক্তিযোদ্ধা সংসদে আলোচনা সভায় মিলিত হয় । সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশাররফ হোসেন মশুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো, নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জেলা কমিটির সহ সভাপতি মো. আবুল কালাম, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারন সম্পাদক মো. হাদিউজ্জামান। এসময় আরও বক্তব্য রাখেন সৈয়দ নেছার উদ্দীন বাবলা, দুলাল চন্দ্র পাল, আকরাম হোসেন। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন কাজী আবু হেলাল। এসময় প্রধান অতিথি বলেন আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করব। যেখানে মানবাধিকার লংঘন হবে সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করতে হবে।
১০ ডিসেম্বর ২০১৭,রবিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি