টেস্ট দলের অধিনায়ক সাকিব

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:বাংলাদেশ জাতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সরিয়ে টাইগারদের টেস্ট দলের অধিনায়কত্ব সাকিবকে দেয়ার কথা আজই জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের ডেপুটি হিসেবে বড় ফরম্যাটে কাজ করবেন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।

টেস্ট দলের অধিনায়কত্ব পরিবর্তন নিয়ে পাপন বলেন, ‘টেস্ট ক্যাপ্টেন পরিবর্তন করেছি। এখন থেকে আগামী সিরিজে টেস্ট অধিনায়কত্ব করবেন সাকিব। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।’

তিনি আরো বলেন, ‘পরিবর্তনের নির্দিষ্ট কোনো কারণ আছে তা নয়। আমরা মনে করেছি এখানে একটা পরিবর্তন হওয়া দরকার। আমরা মুশফিকের কাছ থেকে সেরা ব্যাটিংটা চাই। আমরা মনে করেছি, তাতে করে সে ব্যাটিংয়ে আরো বেশি মনোযোগী হতে পারবে। তাকে চাপমুক্ত করতে চাচ্ছি এবং ওভারঅল আমরা সামনে একটা পরিকল্পনা করেছি। আগামী ৪-৫ বছরের জন্য এটা তারই একটা পদক্ষেপ।’

আগেই টি-২০ দলের দায়িত্ব পাওয়া সাকিব এবার টেস্ট দলের অধিনায়ক। টি-২০তে সাকিবের ডেপুটি থাকছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। পাপন বলেন, ‘তামিম টি-২০ তে ডেপুটি ছিল, তাই থাকবে।’
২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক মাশরাফির বিন মর্তুজা প্রথম টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়লে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সাকিব।

পরে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে টেস্ট অধিনায়কের দায়িত্ব পান সাকিব। ২০১১ সাল পর্যন্ত টেস্ট দলের অধিনায়কত্ব করেন তিনি। এসময় তার নেতৃত্বে ৯ ম্যাচে ১ জয় ৮ হারের স্বাদ পায় বাংলাদেশ।

 ১০ ডিসেম্বর  ২০১৭,রবিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।