ক্রাইমবার্তা রিপোর্ট:যশোরের বেনাপোল সীমান্ত থেকে অর্ধকোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ মো. রনি হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক রনি হোসেন বেনাপোলের পুটখালি গ্রামের আকরাম হোসেনের ছেলে।খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান, দুপুরে বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে রনিকে আটক করে ১০টি স্বর্ণের বার ও দেড়লাখ টাকা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৫০ গ্রাম। এর আনুমানিক মূল্য ৪৮ লাখ টাকা। আটক স্বর্ণসহ পাচারকারী রনিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
১১ ডিসেম্বর ২০১৭,সোমবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি