আবু সাইদ বিশ্বাসঃসাতক্ষীরা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন। শহরের প্রধান প্রধান সড়কে পোস্টার, ব্যানার,ফেস্টুন, প্যানা ও তোরণ শোভা পাচ্ছে। কয়েক দিন বৃষ্টি থাকার কারণে সোমবার ও শহরের বিভিন্ন ওয়ালে পোস্টার সাটাতে দেখা গেছে।মঞ্চ তৈরির কাজ ও শেষ। জোড়া তালি দিয়ে চলছে সড়ক মেরা মতের কাজ। আজ সোমবার জনসভা স্থল পরিদর্শন করেছে দলটির জেলা সভাপতি,সাধারণ সম্পাদক সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সব মিলিয়ে ১২ ডিসেম্বরের জনসভা সফল করতে জেলাব্যাপি ব্যাপক প্রস্তুনি নেয়া হয়েছে বলে জানান নেতারা। বর্ণিল সাজে সাজানোর চেষ্টা করা হচ্ছে গোটা সাতক্ষীরা শহরকে।জনসভাকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে সাতক্ষীরা। যে দিকে চোখ যায় সেদিকেই লক্ষ করা যাচ্ছে রং রেরংয়ের পোষ্টার, বিলবোর্ড, ব্যানার আর আলোকসজ্জ্বা। ওবায়দুল কাদের এর সফর উপলক্ষে পরিচ্ছন্ন হয়ে উঠেছে সাতক্ষীরা শহর। কয়েকদিন ধরে শহর জুড়ে চলছে ঘষামাঝার কাজ। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ’রের সংস্থা, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন দিনরাত চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পদক্ষেপ
বাস্তবায়ন করা হচ্চে। শহর ও আশ-পাশের রাস্তাঘাট এখন ধুয়ে-মুছে সাফ করা হচ্ছে। শহরের সড়ক গুলোর স্থানে স্থানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার আর বিলবোর্ড। তাকে স্বাগতম, অভিনন্দন, সাদর সম্ভাষণ ইত্যাদি শুভেচছা বহনকারী শব্দ চয়ন করে নগরী জোরে লেগেছে পোস্টার, ব্যানার, ফ্যাস্টুন, তোরণ। এককথায় বর্ণিল সাজে সেজেছে গোটা সাতক্ষীরা শহর। বাংলা
দেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর আগমনে যেনো গোটা সাতক্ষীরাবাসীর মধ্যে উচ্ছাসের ঢেউ নেমেছে। বিশেষ করে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের জনসভাস্থল সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের চার পাশে ছেয়ে গেছে জেলা ও বিভিন্ন উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ডসমূহের নেতাকর্মীদের পোষ্টার ব্যানার আর ফেষ্টুনে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি জানান, জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে, আশা করি বরাবরের মতো সাতক্ষীরার আপামর জনগণ
সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে এসে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপিকে বরণ করে নেবে। আওয়ামীলীগ সূত্রে জানা গেছে, জনসভা সফল করতে ব্যাপক প্রস্ততি নিয়েছে দলটি, জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে প্রস্তুিত হয়ে আছে। সোমবার দুপুরে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভাস্থল পরিদর্শণ করেন এবং সামগ্রীক বিষয়ে খোজ-খবর নেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি মনছুর আহম্মদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ,যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, উপ-দপ্তর সম্পাদক জে.এম ফাত্তাহ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের সদস্য ডা. মুনছুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার মফিজুর রহমান ও আলাউদ্দিনসহ আওয়ামীলীগের নেতা কর্মীরা। এসময় আওয়ামীলীগের নেতৃবৃন্দ শহিদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভাস্থল ঘুরে ঘুরে দেখেন এবং সকল বিষয়ে খোজ-খবর নেন।
সাতক্ষীরা জেলা আ’রীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান,বৃষ্টির কারণে কিছুটা বিগ্নিত হলেও সমাবেশ সফল করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জেলা আ ‘লীগ আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক পাকে আ’লীগ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। একই দি
ন সন্ধ্যার পর সাতক্ষীরা সার্কিট হাউজে সাতক্ষীরা জেলা আ ‘লীগ, বিভিন্ন উপজেলা আ’ লীগ ও সাতক্ষীরা পৌর আ ‘লীগ নেতাদের সাথে তিনি দলীয় বৈঠকে মিলিত হবেন বলেও জানা গেছে।
গত ২৪ নভেম্বর তার সাতক্ষীরা সফর করার কথা থাকলেও ২৫ নভেম্বর দেশব্যাপী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে বিশেষ কর্মসূচিকে সামনে রেখে এ সফর স্থগিত হয়ে যায়। পরবর্তীতে সাতক্ষীরার আ’ লীগ নেতাদের ঢাকায় ডাকেন