ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:লক্ষ্যটা যখন ১৯৩ রান, তখন মানসিকভাবেই যেন হেরে বসেছিল। শেষ পর্যন্ত সেই মানসিক চাপ থেকে বেরই হতে পারলো না তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রংপুর রাইডার্সের কাছে ৩৬ রানে হেরে যেতে হলো গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তামিমদের হারিয়ে আগামীকাল বিপিএলের ফাইনালে ঢাকার মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।
বৃষ্টির কারণে দু’দিনে ভাগ হয়ে যাওয়া ম্যাচটিতে জনসন চার্লস আর ব্রেন্ডন ম্যাককালামের অতি মানবীয় ব্যাটিংয়ে ১৯২ রান তোলার পরই অনেকটা নিশ্চিত হয়ে যায় মাশরাফিই আবার উঠছেন ফাইনালে। এর আগে ঢাকার হয়ে দু’বার এবং কুমিল্লার হয়ে একবার শিরোপা জিতেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এবার আবারও শিরোপা জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি। যদিও রংপুর এবারই প্রথম উঠলো ফাইনালে।
গতকাল (রোববার) সময়মতো খেলা শুরু হয়েছিল। ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৫ রান তোলার পরই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত বৃষ্টি থামলেও নানা ঘটনার পর খেলা আজ সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়। গতকাল যেখানে শেষ হয়েছিল, আজ সেখান থেকেই আবার খেলা শুরু হয়। কিন্তু জনসন চার্লস এবং ব্রেন্ডন ম্যাককালামের ১৫১ রানের অসাধারণ জুটির ওপর ভর করে কুমিল্লার সামনে বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয় রংপুর।
১০৫ রানে অপরাজিত থাকেন চার্লস এবং ৭৮ রান করে ব্রেন্ডন ম্যাককালাম। জবাবে ব্যাট করতে নেমে রংপুরের ইনিংস শেষ হয়ে যায় ১০ উইকেটে ১৫৬ রানে।
১১ ডিসেম্বর ২০১৭,সোমবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি