চট্টগ্রামে মাটির ঘর ধসে মা-মেয়ে নিহত : আহত ১

ক্রাইমবার্তা রিপোর্ট:চট্টগ্রামের চন্দনাইশে মাটির ঘর ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।আজ সোমবার বেলা দেড়টার দিকে উপজেলার দোহাজারি পৌর সদরের আওতাধীন ইদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই গ্রামের মমতাজ বেগম (৫০) ও তার মেয়ে পান্না বেগম (২৭)। এ ঘটনায় আহত হয়েছেন ফেরদৌস আরা বেগম (১৮) নামে একজন।

দোহাজারি হাসপাতালের আরএমও ডা: আ: খালেক ও স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম আহত-নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।জানা যায়, গত ৪ দিনের বৃষ্টিতে পুরনো সেই মাটির ঘরটি আজ দুপুরে হঠাৎ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

১১ ডিসেম্বর ২০১৭,সোমবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।