নিজস্ব প্রতিবেদক : ‘বৈষম্য নয়, সামাজিক মর্যাদা হিজড়াদের প্রাপ্য’ ‘হিজড়া জনগৌষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা সমাজ সেবা অধিদফতরের আয়োজনে জেলা সমাজসেবা কার্যালয়ে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে সেমিনারের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। এসময় জেলা প্রশাসক বলেন, ‘হিজড়ারা সমাজের একটি অংশ। বাংলাদেশের মোট জনসংখ্যার একটি খুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনাগ্রসর গোষ্ঠীর হিসেবে পরিচিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক কোন শিক্ষা ব্যবস্থা, বাসস্থানে, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বপরি তাদেরকে সমাজের মুল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্ত করণের লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহন করেছে।’
সেমিনারের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক হারুর অর রশিদ, শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, আশাশুনি উপজেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক, কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন প্রমুখ। সেমিনারে জেলার ৩০ জন হিজড়া অংশ নেয়। আগামী ১৭ ডিসেম্বর রবিবার থেকে ‘হিজড়া জনগৌষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় শীর্ষক ৫০ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠত হবে। এতে জেলার ৫০ জন হিজড়া প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবে।
Check Also
বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …