কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত আধুনিক রাষ্ট্রে পরিণত করবে শেখ হাসিনা সরকার-এমপি রবি

ফিরোজ হোসেন : সাতক্ষীরা সদর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী (৭ম পর্ব) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যুবশক্তিকে রাজনৈতিক হাতিয়ার অতীতে অগণতান্ত্রিক শাসকরা যুবসমাজকে সমাজবিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত করে তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বেকারত্বের সুযোগ নিয়ে আর কেউ যাতে যুবসম্প্রদায়কে সমাজবিরোধী কর্মকান্ডে লিপ্ত করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। যুবকরা যাতে আত্মনির্ভরশীল হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে, সে লক্ষ্যে বর্তমান সরকার যুবসম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুবকদের কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দিয়ে রূপকল্প ২০২১-এ বেকারত্বের হার শতকরা ৪০ ভাগ থেকে ১৫ ভাগে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় যুবকদের বিভিন্ন সেবা খাত ও তথ্য-প্রযুক্তি শিক্ষার পাশাপাশি জাতি গঠন, দেশপ্রেম, সততা ও নৈতিকতার বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্রমুক্ত আধুনিক রাষ্ট্রে পরিণত করা হবে। দেশের বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নেয়া বিভিন্ন কর্মসূচীর উল্লেখ করে এমপি রবি বলেন, দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই জননেত্রী শেখ হাসিনা সরকারের লক্ষ্য। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এই সার্ভিস চালুর মাধ্যমে বেকারদের কর্মক্ষেত্র তৈরী এবং কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে ৫০ হাজার টাকা পযন্ত বিনা সুদে ঋণ দিয়ে তাদের আত্মকর্মকর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। বিগত জোট সরকারের আমলে দেশে বিদ্যুতের উৎপাদন এক মেগাওয়াটও বাড়েনি। বরং এর আগে বিগত আওয়াম লীগ সরকারের সময় যে বিদ্যুত উৎপাদন করা হযেছিল তাও বিএনপি-জামায়াতের আমলে কমে গিয়েছিল। জননেত্রী শেখ হাসিনার সরকার আজ পরমানু বিদ্যুৎ উপাদন করছে এবং চলতি বছরের ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটালাইট উৎক্ষেপন করতে যাচ্ছে। ৪ দলীয় জোট সরকার বিদ্যুত খাতে দূর্নীতি ও লুটপাট ছাড়া আর কিছুই দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, জনগণ বিশাল ভোটের ব্যবধানে মহাজোটকে বিজয়ী করে তাদের বিএনপি-জামায়াত জোটের দুঃশাসনের জবাব দিয়েছে। শেখ হাসিনার উন্নয়ন মানুষের নজর কেড়েছে। এজন্য বাংলার জনগণ আবারো একাদ্বশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। হিসেবে ব্যবহার করতে চায় না; বরং সরকার চায় তারা আত্মনির্ভরশীল হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখুক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. আব্দুল কাদের, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, সদর উপজেলা নির্বাচন অফিসার ফরায়েজী বেনজীর আহমেদ, মো. আবুল কালাম আজাদসহ সদর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা।

১৩ ডিসেম্বর,২০১৭ বুধবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।