জেরুজালেমকে রাজধানী হিসেবে পাওয়ার একমাত্র অধিকার ফিলিস্তিনের: সৌদি বাদশাহ

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট: সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বলেছেন জেরুজালেমকে রাজধানী হিসেবে পাওয়ার একমাত্র অধিকার ফিলিস্তিনের।  একইসঙ্গে জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের রাজধানী ঘোষণা করায় নিন্দা জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে যখন প্রতিবাদের ঝড় উঠেছে তখন সৌদি বাদশাহর পক্ষে থেকে ঘোষণা এসেছে।
এদিকে, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির পরিপ্রেক্ষিতে করণীয় নির্ধারণ করতে বুধবার আজ তুরস্কে জরুরি সভায় মিলিত হয়েছেন ইসলামি সহযোগী সংস্থা(ওআইসি)।
মুসলিম রাষ্ট্রগুলোর সবচেয়ে শক্তিশালী এ জোট মুসলমানদের অন্যতম পবিত্র শহর জেরুজালেমকে রক্ষায় কী পদক্ষেপ নিতে যাচ্ছে তা নিয়ে এরই মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বরাবরের মতো ওআইসি ফিলিস্তিন ইস্যুতে দায়সারা কথা বলবে নাকি অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাত দশক ধরে দখলদারির অবসানে কার্যকর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেবে তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
তবে তুর্কি সংবাদমাধ্যম জানিয়েছে, ওআইসি এবার আর অতীতের ন্যায় ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করবে না। বরং জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কড়া জবাব দেবে।

এ ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ এবং সম্মিলিত মুসলিম সামরিক জোট গড়ার মাধ্যমে দখলদার ইসরাইলকে ধ্বংস করার সিদ্ধান্ত গৃহীত হতে পারে।

১৩ ডিসেম্বর,২০১৭ বুধবার:ক্রাইমর্বাতাডটকম/ ইন্টারনেট/আসাবি

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।