সাতক্ষীরা প্রেসক্লাব নির্বাচন আবু আহমেদ সভাপতি আব্দুল বারী সাধারণ সম্পাদক

ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা প্রেসক্লাবের ২০১৭-২০১৮ সালের বার্ষিক নির্বাচনে (সম্মিলিত প্রেসক্লাব উন্নয়ন পরিষদ) আবু-বারী পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে জয়লাভ করেছে।

১৩টি পদের বিপরীতে ১২টি পদে তারা জয়লাভ করেছেন। নির্বাচনে সাতক্ষীরা প্রেসক্লাব হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোট ৭৩ জন ভোটারের মধ্যে ৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ সম্পাদক আব্দুল বারী টানা দুই বার একই ভোট পেয়ে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তিনি দৈনিক দিন কালের সাতক্সীরা জেলা প্রতিনিধি।
নির্বাচন কমিশনার জানান, সভাপতি আবু আহমেদ ৩৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান পেয়েছেন ৩৪ ভোট। সাধারণ সম্পাদক আব্দুল বারী ৩৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম মোজাফফর রহমান পেয়েছেণ ৩৪ ভোট। সহ-সভাপতি আব্দুল ওয়াজেদ কচি, যুগ্ম সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক পদে রবিউল ইসলাম,সাহিত্য সম্পাদক পদে আমিনা বিলকিস, অর্থ সম্পাদক পদে মোশারফ হোসেন,দপ্তর সম্পাদক পদে আহসানুর রহমান রাজীব জয়লাভ করছেন।এছাড়া নির্বাহী সদস্য পদে অসীম বরণ চর্ক্রবর্তী,ইব্রাহিম খলিল,আব্দুস সামাদ,কৃষঞ মোহন ব্যানার্জি ও অপর গ্রুপ থেকে আমিনুর রশিদ জয়লাভ করেছেন।

 

১৩ ডিসেম্বর,২০১৭ বুধবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।