সাতক্ষীরা জামায়াতের সহকারী সেক্রেটারী আটক

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা জামায়াতের সহকারী সেক্রেটারী এড.আজিজুল ইসলামকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহষ্পতিবার ভোররাতে শহরের ৮নং ওয়ার্ডের মধুমাল্লার ডাঙ্গি নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে বলে আজিজের পরিবার সূত্র জানায় । আটককৃত আজিজুল ইসলাম সদরের আলিপুর গ্রামের জমিরউদ্দীনের ছেলে।
সাতক্ষীরা পুলিশেরে ডিবি ওসি আলি আঃহাশেমী,আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এড.আজিজুল ইসলামের স্ত্রী আনজুমান আরা ইসলাম জানান,গতরাত এক টার দিকে স্যার স্যার বলে তাদের গেটের সামনে ডাকতে থাকে। এক পর্যায়ে ওয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে এক যুবক বলতে থাকে স্যার মামলার কাগজ পত্র লাগবে উঠেন। স্যার উঠেন। একপর্যায়ে ৭/৮ জন লোক পুলিশের পরিচয় দিয়ে তার স্বামীকে আটক করে। এসময় সাদা পোষাকে এক যুবক তাদের সাথে খারাপ ব্যবহার করে। কোথায় নিয়ে যাচ্ছেন জানতে চাইলে সেই যুবক বলেন সুন্দর বনে। এসময় পুলিশের সদস্যরা তাকে ধমক দেন বলে মিসেজ আজিজ জানান। সারাদিন ডিবিতে আটকিয়ে রেখে বিকেলে সদর থানাতে পাঠিয়ে দেয়। সরদ থানা পুলিশ জানান,আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

১৪ ডিসেম্বর,২০১৭,বৃহস্পতিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।