নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী আমিনিয়া মহিলা দাখিল মাদ্রাসার দ্বীতল ভবনের কাজ অনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। আজ সকাল ১০ টায় মাদ্রাসার সভাপতি সাংবাদিক সাখাওয়াত উল্যাহ স্থানীয় অনুদানে এ ভবন নির্মান কাজের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন। এ সময় মাদ্রাসার সুপার মাওঃ জামাল উদ্দীন, আগরদাঁড়ী আমিনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুস সালাম কাশেমী, সাবেক ইউপি সদস্য মাষ্টার আব্দুল হান্নান, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যগন, শিক্ষক মন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই তাৎক্ষনিক ভাবে ভবন নির্মাণে আর্থিক সাহায়তা করেন। ভবনের উদ্ধোধন পরবর্তী এক সংক্ষিপ্ত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আব্দুস সালাম কাশেমী।
