ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট: সহিংসতার শিকার হয়েছে অসংখ্য শরণার্থী
এমএসএফ-এর মতে মারা যাওয়া পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৫৯% গুলিবিদ্ধ হয়ে, ১৫% অগ্নিদগ্দ্ধ হয়ে, ৭% প্রহারের শিকার হয়ে আর ২% ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা গেছে ।
ওয়ং বলেন, “প্রতিবেদনে উঠে আসা সংখ্যার চেয়ে প্রকৃত সংখ্যা বেশি হওয়া স্বাভাবিক। বাংলাদেশে থাকা সব শরনার্থীদের সাথে আমরা কথা বলতে পারিনি আর যেসব পরিবার মিয়ানমার থেকে বের হতে পারেনি তাদের তথ্যও নেই প্রতিবেদনে।”
লক্ষাধিক শরনার্থী ফিরিয়ে নিতে নভেম্বরে মিয়ানমার বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে।
এমএসএফ-এর হিসেবে এই চুক্তি ‘সময়ের আগেই’ করা হয়েছে। তারা বলছে, এখনো রাখাইন থেকে পালিয়ে আসছে শরনার্থীরা আর এখনো সেখানে সহিংসতা অব্যাহত থাকার খবর পাওয়া যাচ্ছে।
রাখাইনে ত্রাণ কার্যক্রম পরিচালনাকারীদের চলাফেরায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে বলেও জানিয়েছে এমএসএফ।
রোহিঙ্গারা রাষ্ট্রহীন মুসলিম সংখ্যালঘু গোষ্ঠী যারা মিয়ানমারে লম্বা সময় যাবত সহিংসতার শিকার হয়ে আসছে।
১৪ ডিসেম্বর,২০১৭,বৃহস্পতিবার:ক্রাইমর্বাতাডটকম/বিবিসি/আসাবি