ক্রাইমবার্তা রিপোর্ট:গাজীপুরে একটি মসজিদের ভেতর থেকে এক নৈশপ্রহরীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোগড়া সরকারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম আবদুল মোতালেব। তিনি ময়মনসিংহের বাগতাবাজার গ্রামের তমিজ মণ্ডলের ছেলে। মোতালেব ১০-১২ দিন আগে ওই মসজিদে কাজ নেন। স্থানীয় সাইদুর রহমানের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন তিনি। পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তাদের ধারণা গতকাল বুধবার দিবাগত রাতের কোনো একসময় মোতালেবকে হত্যা করা হয়।
আজ ভোরে মসজিদের মুয়াজ্জিন আজান দিতে এসে মসজিদের ভেতর মোতালেবের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেন। সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।১৪ ডিসেম্বর,২০১৭,বৃহস্পতিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি
Check Also
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …