ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট: সন্ত্রাসবাদের দায়ে উগ্রবাদী গোষ্ঠী আইএস ও আল-কায়েদার অন্তত ৩৮ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক। দেশের দক্ষিণাঞ্চলীয় ধি কার প্রদেশের একটি কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রাদেশিক পরিষদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা দাখেল কাজেম জানান, ধি কার প্রদেশের রাজধানী নাসিরিয়ার একটি কারাগারে বৃহস্পতিবার ৩৮ সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
তিনি আরো জানান, সন্ত্রাসী কার্যক্রমের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং সেসময় ইরাকের আইন ও বিচারমন্ত্রী হায়দার আজ-জামেলি উপস্থিত ছিলেন।
দাখেল কাজেম জানান, যেসব ব্যক্তিদের ফাঁসি দেয়া হয়েছে তার মধ্যে একজন সুইডেনের নাগরিক এবং বাকি সবাই ইরাকি। গত ২৫ সেপ্টেম্বর একদিনে ৪২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর এই প্রথম একদিনে এবং একই কারাগারে এত বেশি ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়।
ইরাকে আইএস-বিরোধী অভিযানের সমাপ্তি ঘোষণার পাঁচদিন পর এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
১৫ ডিসেম্বর২০১৭ শুক্রুবার:ক্রাইমর্বাতাডটকম/অনলাইন/আসাবি