মা ও প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলায় মেয়েকে খুন

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:মা ও তার প্রেমিককে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলেছিল ছয় বছরের মেয়েটি। আর তার ফলাফল দিতে হল জীবন দিয়ে। ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব দিল্লিতে।

জানা যায়, স্বামী ঠেলা গাড়ি চালাত। নেশাও করত সব সময়। আর সেই কারণে সব সময় বাসায় থাকত না সে। আর সেই সুযোগে ওই নারীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে অন্য আরেকজনের সাথে। নিয়মিত তাদের যৌনতাও চলত। ঘটনার দিনও প্রেমিক আসে তার বাড়িতে। প্রেমিকের সাথে সময় কাটানোর জন্য মেয়েকে দোকানে পাঠান নারী। তবে শিশুটি দোকান থেকে ফিরে এসে মাকে তার প্রেমিকের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে বাবাকে বলে দেওয়ার হুমকি দেয়।

আর এটাই কাল হয় মেয়েটি।

প্রেমিকের সাথে মিলে ছয় বছরের মেয়েটিকর গলাকেটে হত্যা করে মা। তারপর লাশ ছাদে রেখে আসে।   রক্ত, জামা কাপড় সব কিছু পরিষ্কার করে ফেলে সে। যেন কিছুই হয়নি। এরপর প্রতিবেশীদের কাছে গিয়ে বলতে থাকে মেয়েকে খুঁজে পাচ্ছে না। তবে শেষ রক্ষা হয়নি।

পুলিশে খবর দেওয়া হলে তারা এসে তদন্ত করতে গিয়ে ওই নারীর কল লিস্ট খুঁজে দেখেন, একটি নম্বরে দীর্ঘ সময় ধরে চলে কথাবার্তা। তারপর ফোনের ওই পারের লোকটিকে জেরা করতেই চলে আসে আসল ঘটনা।   পুলিশ আটক করেছে দুজনকেই।

১৬ ডসিম্বের২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

৩০ জুলাই পর্যন্ত অনেক দল সিদ্ধান্ত নিতে পারেনি, সংগ্রামে যুক্ত হবে কি না: সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।