স্মৃ‌তিসৌ‌ধে শহীদদের প্রতি খা‌লেদা জিয়ার শ্রদ্ধা

ক্রাইমবার্তা রিপোর্ট:সাভারের জাতীয় স্মৃ‌তিসৌ‌ধে মহান বিজয় দিব‌সে শহীদ‌দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে‌ পুষ্পস্তবক অর্পণ করে‌ছেন বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া।

শ‌নিবার সকাল ১১টার দিকে তি‌নি সাভারে জাতীয় স্মৃ‌তিসৌ‌ধে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

এ সময় বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী ক‌মি‌টির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ব্যা‌রিস্টার মওদুদ আহমদ, ড আবদুল মঈন খান, আ‌মির খসরু মাহমুদ চৌধুরী সহ দল ও অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

১৬ ডসিম্বের২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারই তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে : অ্যাটর্নি জেনারেল

র্তমান অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।