বান্দরবানে ৪ পুলিশ সদস্যকে পিটিয়েছে ছাত্রলীগ

বান্দরবান: বান্দরবানে ছাত্রলীগের বিরুদ্ধে চার জন পুলিশ কনস্টেবলকে পেটানোর অভিযোগ উঠেছে। আহতদের ভাষ্য, শুক্রবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির পর তাদের ওপর হামলা চালানো হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন, হাসান আল মামুন (২০), নাজমুল হাবিব (২১), হাসান মো. শাহরিয়ার (২০) ও শাখাওয়াত হোসেন (২০)। ঘটনার সময় তারা সবাই দায়িত্বরত অবস্থায় ছিলেন। তাদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শাখাওয়াত বলেন, শুক্রবার রাত ৮টার দিকে বান্দরবান রাজার মাঠ এলাকায় আমরা দায়িত্ব পালন করছিলাম। সেখানে তিন জন বেপরোয়া মোটর সাইকেল আরোহীকে আমরা ধীরে চালাতে বলি। এর ১৫-২০ মিনিট পরই ৩০-৩৫ জন লাঠি নিয়ে এসে আমাদের ওপর চড়াও হয়।
এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরিফুল হক ও সাইফুদ্দিন মুন্না নামের দুজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার সুজিত কুমার রায়। হামলার ঘটনায় মামলা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে বান্দরবান ছাত্রলীগের সহ সভাপতি মো. ইসমাইল বলেন, আমরা শুনেছি হামলাকারীরা ছাত্রলীগের। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, তারা পুলিশ সদস্য এটা তারা জানতো না।
বান্দরবান জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবি বলেন, পুলিশের ওপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।

১৬ ডসিম্বের২০১৭,শনিবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।