একেএম কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইকেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ডিসেম্বর রোববার সকাল ১০টায় উপজেলা নব-নির্মিত অডিটোরিয়াম হল রুমে আত্রাই পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন আত্রাই ইউসিসি এ লিঃ মোঃ ফজলে রাব্বী জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ সংসদ সদস্য ও সভাপতি, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান,উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, উপ-পরিচালক,বি,আর,ডিবি,নওগাঁ মিজানূর রহমান ও পরিচালক বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ফেডারেশন মোঃ মইনুল হাসার সরকার। সন্মানিত অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামূল বারী রঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাবিবুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, রাণী নগর উপজেলা আওয়ামী লীগর সভাপতি মফিজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ নাজিম উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, সমবায়ী ও আত্রাই ইউ,সি,সি,এ সাবেক সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত,সমবায়ী আলহাজ¦ আফাজ উদ্দিন, সমবায়ী ও উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর। অনুঠানে উপস্থিত সমবায়ী ও অতিথিদের ২০১৬-১৭ সালের আর্থিক বছরের আয় ৪০লক্ষ৩৪ হাজার ৬শ ৪৭ টাকা এবং ব্যয় ৩৮লক্ষ ৯৮ হাজার ৩শ ৪৮টাকা হিসাব প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, আত্রাই শাখার জুনিয়র অফিসার হিসাব- মোঃ আসাদুল হক।
আত্রাইয়ে শীতবস্ত্র বিতরণ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দু:স্থ্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে গতশনিবারমহান বিজয় দিবস উপলক্ষে শীতবস্ত্রগুলো বিতরণ করা হয় ।এদিন সকাল অনুমান ১০টায় আত্রাই উপজেলার মস্কিপুর বাজারে মস্কিপুর দ্বি-মূখী দাখিল মাদ্রাসা চত্বরে প্রায় আড়াইশত দু:স্থ্য শীতার্তদেও মাঝে শীতবস্ত্র গুলো বিতরণ করা হয় । রাণীনগর উপজেলার গুয়াতা গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক ও ব্যবসায়ী সরদার মো: আব্দুস সাত্তারের ব্যাক্তি উদ্যোগে শীতবস্ত্র গুলো বিতরণ করা হয় । এসময় মুনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লব,রাণীনগরের বড়গাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছামছুর রহমান,গুয়াতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খালেকুজ্জামান,অত্র দাখিল মাদ্রসার অধ্যক্ষ আফতাব উদ্দীন,সদস্য শরিফ উদ্দীন এবং ঢাকা থেকে আগত এসএম জুয়েল মাসরাক,শামীম হোসেন,এস বি এইস বাপ্পী ও সুজন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।#
।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …