যুদ্ধে জড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-তুরস্ক: সিআইএ রিপোর্ট

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক যুদ্ধে জড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দ সংস্থা ‘সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (সিআইএ)।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সন্ত্রাসীদের দমনে তুরস্ক সেনাবাহিনী নামানোর কারণে এ সংঘাত হতে পারে সিআইএর সহযোগী প্রতিষ্ঠান র‌্যান্ড করপোরেশনের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
পিকেকে সন্ত্রাসীদের দমনে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। সিরিয়ার আফ্রিন শহরে এ অভিযান চালানো হবে। আফ্রিন শহরে পিকেকে সন্ত্রাসীদের শক্ত অবস্থান রয়েছে।
র‌্যান্ড করপোরেশন ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এবং সেনাবাহিনী কর্তৃক তা বাস্তাবায়ন’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে।
রিপোর্টে বল হয়েছে, আফ্রিন শহরে ওয়াশিংটন ও আঙ্কারার স্বার্থ নিয়ে দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। সেটি হলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে। যা হবে খুবই কঠিন।

Check Also

শেখ হাসিনার ভাইরাল অডিওর নির্দেশনা বাস্তবায়ন, গ্রেপ্তার ১০

শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী দশজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।