ক্রাইমবার্তা রিপোর্ট:সাতক্ষীরা প্রেস ক্লাবের উদ্যোগে বিজয় দিবস পালিত হয়েছে। জাতীর জীবনের গুরুত্বপূর্ণ আলোকিত আর বাংলাদেশের অভ্যুদয়ের বিজয়ের দিনটিতে সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য বিভিন্ন ভাবে আলোক উজ্জ্বল দিনটি সম্পর্কে আলোকপাত করেন, প্রেসক্লাব সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতিচারন এবং বিজয় দিবসের বিভিন্ন মুহুর্ত গুলো উল্লেখ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সম্পাদক নব নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বক্তব্য রাখেন দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি,এম নূর ইসলাম, প্রাক্তন সভাপতি সুভাষ চৌধুরী, মনিরুল ইসলাম মিনি, মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই-এলাহী, মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল ওয়াজেদ কচি, দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, কালের চিত্রের শহিদুল্লাহ সুমন, বেতার প্রতিনিধি ফারুক মাহবুবুর রহমান, শেখ মাসুদ হোসেন, আবুল কাসেম, মোহাম্মদ আলী সুজন, কাজি শওকত হোসেন ময়না, প্রমুখ। নব নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে মুক্তি পাগল বাঙ্গালী সুমহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন আজকের দিনে বিজয় ছিনিয়ে আনেন। বিজয় দিবসের এই দিনে শফত গ্রহন করি দেশের উন্নয়নে এক সঙ্গে কাজ করার। সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা অসম্প্রদায় যে বাংলাদেশ বঙ্গবন্ধুর কামনা ছিল। বিজয়ের এই দিনে অসম্প্রদায়িক বাংলাদেশেই হোক আমাদের কাম্য। দৃষ্টিপাত সম্পাদক জি,এম নুর ইসলাম বলেন বাংলাদেশ এগিয়ে চলেছে, স্বাধীনতা অর্জিত হয়েছে বলেই আজকের বাংলাদেশ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ সকল শহীদদের স্বরন করেন এবং অসম্প্রদায়িক বাংলা দেশের বাস্তবতা কামনা করেন, সভায় প্রেসক্লাবের সদস্যদের আলোচনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ভিত্তিক সঙ্গীত এবং কবিতা আবৃতির আয়োজন করা হয়।
১৭ডিসেম্বর,২০১৭,রবিবারক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি