ক্রাইমবার্তা রিপোর্ট:কক্সবাজারের মহেশখালী উপজেলায় সালিশ বৈঠকে তুচ্ছ ঘটনার জের ধরে মোহাম্মদ ইসমাইল নামে সাবেক মেম্বারকে পিটিয়ে খুন করেছে ভাগ্নে। এ সময় আহত হয়েছেন ইউপি চেয়ারম্যান।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোজাম্মেল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মোজাম্মেল নিহত ইসমাইলের ভাগ্নে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে একটি পারিবারিক বিরোধের বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলীর বাড়িতে একটি সালিশি বৈঠক চলছিল। বৈঠকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
বৈঠকে একটি পক্ষ চেয়ারম্যানের ওপর হামলা চালাতে চায়। এ সময় বৈঠকে উপস্থিত ৬০ বছর বয়সী সাবেক মেম্বার মোহাম্মদ ইসমাইল তাদের ঠেকানোর চেষ্টা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা মারধর করলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন মোহাম্মদ ইসমাইল।
পরে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদ বিন আলী জানান, মোজাম্মেলের হাতেই সাবেক এই মেম্বার খুন হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রদীপকুমার দাশ জানান, ঠিক কী কারণে তাকে খুন করা হয়েছে- তা জানা যাচ্ছে না। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ১৭ডিসেম্বর,২০১৭,রবিবারক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি