স্টাফ রিপোর্টার :সাতক্ষীরায় পুলিশ মুক্তিযোদ্ধা সংবর্ধনা প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে গতকাল দুপুরে পুলিশ লাইনে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পুলিশ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, সহকারী পুলিশ সুপার আতিকুল হক, সহকারী পুলিশ সুপার শিক্ষানবিশ মাসুদ রানা, ও শামীম আহমেদ, ডিআইঅন মিজানুর রহমান, সদর থানার ওসি মারুফ আহমেদ ডিবির ওসি আলী আহমেদ হাশেমী বক্তব্য রাখেন পুলিশ দেবহাটার আব্দুল হাকিম ও নূর ইসলাম, এসময় জেলার সকল পুলিশ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন।
সাতক্ষীরায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন#সাতক্ষীরায় পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি মানচিত্র পেয়েছি। পেয়েছি স্বাধীন বাংলাদেশ, কোন অবস্থায় তাদের মর্যাদা ক্ষুন্ন করা যাবে না। আ’লীগ সরকার মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। চাকরির ক্ষেত্রে তাদের পরিবারের জন্য কোটা নির্ধারন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বেঁচে থাকলে বহু আগে মুক্তিযোদ্ধাদের ভাগ্য উন্নয়ন হতো গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন এসব কথা বলেন সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, স্থানীয় সরকারের ডিডি এলজি আব্দুল লতিফ খান, অতি: জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাকির হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোশারাফ হোসেন মশু, সাবেক কমান্ডার এনামুল হক, সদর কমান্ডার হাসানুল ইসলাম, মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সকল নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।