আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে প্রস্তুত রংপুরবাসী

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:   মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে প্রস্তুত রংপুরবাসী। কিন্তু আওয়ামী লীগ হলো চোরের দল। তারা ভোট চুরি করবে। আপনার কেন্দ্র পাহারা দেবেন। সোমবার দুপুরে রংপুর মহানগরীর সিও বাজারে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওছার জামান বাবলার পক্ষে প্রচারণাসভায় তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, রংপুরের মানুষ সারা জীবন আন্দোলন করেছে। নুরুল দিন করেছে, কৃষক আন্দোলন হয়েছে। এবারের সিটি নির্বাচনের মাধ্যমে এবার রংপুরের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয়ী হবে।

এ সময় তার সাথে ছিলেন চেয়ারপারসেনর উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, ভাইস চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির আহ্ববায়ক ইকবাল মাহমুদ টুকু, সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব আসাদুল হাবিব দুলু, রংপুর মহানগরী সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামু, জেলা সভাপতি সাইফুল ইসলাম এবং সেক্রেটারি রইস আহমেদ।
পথসভার পর মির্জা ফখরুল পায়ে হেঁটে মেডিক্যাল মোড় থেকে স্টেশন পর্যন্ত জনসংযোগ করেন।

১৮ডিসেম্বর,২০১৭,সোমবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।