উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ও জামায়াত নেতা আজাদ গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোর্ট: সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন আল আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাত ১০টায় উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ধামাইকান্দি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আলাউদ্দিন আল আজাদের বিরুদ্ধে  নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে দায়ের করা ১৭ টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
এসব মামলায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধামাইকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

১৯ডিসেম্বর,২০১৭,মঙ্গলবার:ক্রাইমর্বাতাডটকম/প্রতিনিধি/আসাবি

Check Also

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কম্বল বিতরণ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কর্কশিট ও ২০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।