বেনাপোল সংবাদদাতা।
যশোরের শার্শার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল-কাভার্ড ভ্যান সংঘর্ষে মঙ্গলবার রাতে দৈনিক সংগ্রাম পত্রিকার শার্শা প্রতিনিধি আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৪৫) নিহত হয়েছেন। এ সময় সাংবাদিক আনোয়ার হোসেন (৫০) মানাত্মক আহত হয়েছেন।
শার্শা থানার (উপ-পরিদর্শক) এস আই মামুনুর রহমান সড়ক দূর্ঘটনায় একজন মহিলা নিহত ও তার স্বামী সাংবাদিক আনোয়ার হোসেন আহত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সাংবাদিক আনোয়ার হোসেন তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে শার্শা থেকে নিজবাড়ী বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা হন। পতিমধ্যে শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আসলে যশোর থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলে পিছন দিক থেকে জোরে আঘাত হানে। এসময় ঘটনাস্থলে সাংবাদিকের স্ত্রী সেলিনা আক্তার মারা যান এবং সাংবাদিক আনোয়ার হোসেন মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শার্শা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
প্রেরক-মসিয়াররহমান কাজল। বেনাপোল। তারিখ-২০/১২/১৭
মোবা-০১৭১৬৩৫২৫০৮
শার্শায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের স্ত্রী নিহত।। প্রেস ক্লাব বেনাপোলের শোক বিবৃতি
বেনাপোল সংবাদদাতা
যশোরের শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল-কাভার্ড ভ্যান সংঘর্ষে দৈনিক সংগ্রাম পত্রিকার শার্শা প্রতিনিধি আনোয়ারুল কবীর এর স্ত্রী সেলিনা আক্তার (৪৫) মঙ্গলবার রাতে নিহত হয়েছেন। এ ঘটনায় প্রেস ক্লাব বেনাপোলের নেতৃবৃন্দ এক শোক বিবৃতি দিয়েছেন । শোক বিবৃতিতে নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ মহসিন মিলন, সহসভাপতি আলহাজ্ব জামাল হোসেন, সধারন সম্পাদক আলহাজ্ব বকুল মাহ্বুব, সহ সাধারন সম্পাদক কাজী শাহ্জাহান সবুজ, রাশেদুর রহমান রাশু, সাজেদুর রহমান, নুরুজ্জামান লিটন, মশিয়ার রহমান কাজল, রোকনুজ্জামান রিপন, দেবুল কুমার দাস, মনিরুল ইসলাম মনি, সেলিম রেজা, আমিরুল ইসলাম, শেখ নাসির উদ্দীন, মুসলিম উদ্দীন বাপ্পু, শিশির কুমার, জি এম আশরাফ, ও মিলন খান প্রমুখ
Check Also
আশাশুনির কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ধ্বস।।আতঙ্কিত এলাকাবাসী
আশাশুনি উপজেলা জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিতএস,এম মোস্তাফিজুর রহমান(আশাশুনি)সাতক্ষীরা প্রতিনিধি।।আশাশুনি উপজেলা জামায়াতের মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত …