শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ এক যুবকে আটক করেছ মডেল থানা পুলিশ। গোদাগাড়ী মডেল থানার এসআই নাইমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌর সদর শহীদ ফিরোজ চত্বরে দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে দু প্যাকেটে একশ গ্রাম করে দু’শ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করা হয়। আটককৃত হিরোইনের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
আটককৃত যুবক হলেন,পৌর এলাকার মহিষাল বাড়ী গ্রামের রবিউল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (১৮)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) হিপজুর আলম মুন্সি বলেন আটককৃত যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …