গোদাগাড়ীতে ট্রাক ও মটরসাইকেল মুখমুখি সংর্ঘষে যুবক নিহত

শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃ  রাজশাহীর  গোদাগাড়ী উপজেলার কামারপাড়া বাসস্ট্যান্ডে  ট্রাক ও  মোটরসাইকেল মুখমুখি সংর্ঘষে মটরসাইকেল  আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১ টা ৩০ মিনিটে এই  দুর্ঘটনা ঘটে।
নিহতদের যুবক হলেন- গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে।
গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জুয়েল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিপরীত দিকে মুখমুখি সংর্ঘষের পর নিয়ন্ত্রন হারিয়ে চিনি ভর্তি  ট্রাকটি তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান গোদাগাড়ী থানা পুলিশের এই কর্মকর্তা।

Check Also

বাগেরহাটে বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকান্ড, নারীর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে মাইশা টাওয়ার নামের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে এক নারীর মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।