বি.এইচ.মাহিনী : অভয়নগর ও নড়াইল সীমান্তের ভৈরব উত্তর জনপদের ঐতিহ্যবাহী সিংগাড়ী আঞ্চলিক গণগ্রন্থাগার ও ভৈরব সংস্কৃতি কেন্দ্রের দ্বি-বার্ষিক সাধারণ আজ শুক্রবার সকালে গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থাগার ও সংস্কৃতি কেন্দ্রের সভাপতি নাট্যকার হাফিজ আকুঞ্জী’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা-নির্বাহী সম্পাদক প্রভাষক বি এইচ মাহিনীর সঞ্চালনে উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবিরতœ ডা. সেখ নূর মহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা মাস্টার আ. গাফফার, প্রভাষক তাপস বিশ্বাস, সুকেন রায়। আরো উপস্থিত ছিলেন গ্রন্থাগারের সি. সহ সভাপতি সাংবাদিক আমিনুর রহমান, ভৈরব সংস্কৃতি কেন্দ্রের অধ্যক্ষ সব্যসাচী বিশ্বাস, সংগীত পরিচালক শিব শংকর দে, মাস্টার বাবলুর রহমান, কবিরুল ইসলাম, ইঞ্জি. নাহিদ সুলতান, এবিসি এডু. সেন্টারের পরিচালক আহমেদ মাসুম, মাস্টার মোল্যা হেদায়েত, রমেশ সরকার, মোল্যা ফরিদ (নবাব), এন এস মিলি, মামুন, আরিফুল, প্রমুখ। সভায় ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি ও আগামি ৫ জানুয়ারি শুক্রবার গ্রন্থাগারে একটি সাংস্কৃতিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …