শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৌর বিধিমালা লঙ্ঘন করে আবাসিক এলাকায় গোরস্থান তৈরী করে মাজার শরিফ বানানোর অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার ২নং ওয়র্ডের মুনজিতপুর এলাকার সাবেক স্যানেটারী ইন্সপেক্টর মোহাম্মাদ আলী মারা যাওয়ার আগেই তিনি কবর ও মাজার তৈরী করছেন। মুত কাজী রশিদুজ্জামানের ছেলে কাজী কামরুজ্জামানের বসত বাড়ির লাগোয়া পাঁচিলের পাশে তিনি গোরস্থান ও মাজার শরিফ নির্মাণ করছেন। পৌর আইনে কোন পাকা কনাস্ট্রাকশন নির্মাণ করলে ৩ ফুট ছেড়ে দিয়ে নির্মাণ কাজ করার নিয়ম থাকলেও সেই নিয়ম না মেনে নির্মাণ কাজ করতে থাকলে বাধা প্রদান করেন কাজী কামরুজ্জামান। তার কথা না শুনলে তিনি পৌরসভার ২নং ওয়র্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপার দারস্ত হন। এঘটনায় পৌর কাউন্সিলর পৌরসভার সার্ভেয়ার মামুনকে ঘটনাস্থলে পাঠান। এসময় মোহাম্মাদ আলী ও তার ছেলে ডা. মো. মাসুদ রেজা সার্ভেয়ারকে বলেন, আমরা কারও কোন কথা শুনবোনা। পৌরসভায় কোন সমস্যা সমাধান করতে পারেনা। আমরা নিজেরদের ইচ্ছামত কাজ করবো। পৌর বিধি না মেনে নির্মাণ কাজ করায় নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে সার্ভেয়ার চলে যান। এব্যাপারে ভূক্তভোগি ও সচেতন মহলের দাবী পৌর আইন মেনে এবং কোন নির্জন এলাকায় কবরস্থান ও মাজার করা হোক। তা না হলে পক্ষ বিপক্ষের সংঘর্ষে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …