ক্রাইমবার্তা রিপোট: ঢাকা: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী হারলেও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বনানীতে তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, রংপুরের পরাজয়ের বিভিন্ন দিক আমরা দলীয় ফোরামে খতিয়ে দেখবো। তবে এ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। এতে আমাদের আত্মবিশ^াসের কোনো ঘাটতি নেই।
Check Also
ঢাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নদীসহ ৪ জন কারাগারে
নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক …