কলারোয়া উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার

ক্রাইমবার্তা রিপোট: কলারোয়া প্রতিনিধি : কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওসমান গণিকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কামারখালি দাখিল মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। তিনি মানিক নগর গ্রামের মৃত নছিম উদ্দীন মোড়লের ছেলে ও কামারখালি দাখিল মাদ্রাসার সুপার। প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় শরশকাটি পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই তারেক সহ কয়েকজন পুলিশ তাকে তার মদ্রাসা থেকে আটক করেছে বলে কর্মরত শিক্ষকরা জানান। মাওলানা ওসমান গণির স্ত্রী শিরিনা সুলতানা জানান,তার স্বামীর বিরুদ্ধে কোন ওয়ারেন্ট ছিলনা। রাজনৈতিক ভাবে তার বিরুদ্ধে যে সব হয়রানি মূলক মামলা দেয়া হয়েছে সে সব মামলায় তিনি জামিনে ছিলেন। আটকের বিষয় সম্পর্কে ০১৭১৩৯৯২২৬৭ নম্বরে এসএই তারেকের কাছে জানতে চাইলে এস আই জানান,তিনি জামায়াতের আমীর। দীর্ঘ দিন তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে কয়েকটি নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হযেছে বলে ও তিনি এ প্রতিনিধিকে নিশ্চিত করে। তবে দুপুর আড়াইটা পর্যন্ত তাকে কলারোয়া শরশ কাটি ফাাঁড়িতে রাখা হয়েছে ছিল বলে ওসমান গণির স্ত্রী শিরিনা সুলতানা জানান।

Check Also

সাতক্ষীরায় গলায় গামছা পিছিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গলায় গামছা পিছিয়ে পুলিশ সদস্য আত্মহত্যা করেছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।