ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সদরের ভারতীয় সীমান্তের নদী থেকে এক বাংলাদেশি কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। ইছামতি সীমান্ত দিয়ে অবৈধ্য পথে ভারতে যাওয়ার সময় কাঁটাতারের সঙ্গে সংযুক্ত বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত ওবায়দুল্লাহ (১৮) দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামের ওদুদ গাজীর ছেলে ও খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের ১ম বর্ষের ছাত্র ।নিহতের স্বজনরা জানান, গত কয়েকদিন আগে অভাবের তাড়নায় ভারতের তামিলনাড়ুতে কাজের জন্য যায় ওবায়দুল্লহ। ইছামতি সীমান্ত দিয়ে চোরাই পথে নদী সাঁতরে ভারতে পাড়ি দেয় সে। এ সময় ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার। গত কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল ওবায়দুল। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ইছামতি নদীর বাংলাদেশ পাড় থেকে ওবায়দুল ইসলাম নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরাদেহটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মরদেহ মর্গে পাঠানো হয়েছে।এদিকে,খবর পেয়ে সকালে হাড়দ্দাহ গিয়ে মরদেহ শনাক্ত করেছে ওবায়দুল ইসলামের বড় ভাই অলিউল ইসলাম।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …