অভয়নগরে বর্ণমালা ই-স্কুল ও ভাটপাড়া হোপ মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৭

বি.এইচ.মাহিনী ঃ: অভয়নগরে শিল্পশহর ও বন্দরনগরী নওয়াপাড়ায় দক্ষিণবঙ্গের একমাত্র স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান‘বর্ণমালা ই-স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের ১০ নং ওয়ার্ডের সদস্য ও বিদ্যালয়ের সভাপতি শাহ মুরাদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার সরদার।এ সময় অন্যন্যারে মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ শামীম আক্তার শিমুল, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শফিকুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,বর্ণমালা ই-স্কুলের পাঠদান পদ্ধতি সম্পর্কে ও আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ও শিক্ষা উপযোগী পরিবেশ পরিদর্শন করে প্রশংসা করেন।তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাার ডিজিটালাইজেশন যে পদক্ষেপ নিয়েছে এই স্মার্ট শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রীরা তা আরো দুই বছর আগে থেকেই সেই সুবিধা পেয়ে আসছে।

ভাটপাড়া হোপ মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
বি.এইচ.মাহিনী ঃ অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়ার নিরিবিলি পরিবেশে অবস্থিত হোপ মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২৪ ডিসেম্বর রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অধ্যক্ষ ও পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে নুর ইসলাম রাব্বির সঞ্চালনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোল্যা আতিয়ার রহমান, বিশিষ্ট সমাজসেবক যুবলীগ নেতা এম আজিম উদ্দিন, ভাটপাড়া তদন্ত কেন্দ্রের টুআইসি এএসআই কবিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান, ইউপি সদস্য ওসমান আলী, আব্বাস বিশ্বাস, আয়ুব আলী, অশোক সরকার, বাবুল মোড়ল, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা, ছাত্র ছাত্রী ও সুধীজন।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।