শামসুজ্জোহা বাবু,গোদাগাড়ী প্রতিনিধিঃভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) তিন সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের পর তাঁদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ আজ সোমবার সকালে সাংবাদিকদের জানান, গতকাল রোববার গভীর রাতে তিন বিএসএফ সদস্য পবা উপজেলার চরমাজারদিয়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বিএসএফ সদস্যদের দেখার পর চরমাজারদিয়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে বিওপিতে নিয়ে আসেন।
বিজিবি-১-এর অধিনায়ক আরো জানান, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এবং পদ্মা নদীতে সীমান্ত পিলার বিলীন হয়ে যাওয়ায় রাতের আঁধারে ভুল করে তিন বিএসএফ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। পতাকা বৈঠকের পর তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
২৫ডিসেম্বর২০১৭,সোমবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি