এস এম মহিদার রহমান:সাতক্ষীরা: দুঃস্থদের মাঝে শীতের বস্ত্র সামগ্রী বিতরণ করেছে স্বপ্নচূঁড়া নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । গত ২৫ শে ডিসেম্বর ২০১৭ তারিখ সকাল ১০ টায় সাতক্ষীরা প্রি- ক্যাডেট স্কুল প্রাঙ্গনে এক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান জনাব আব্দুর রহিম। এছাড়া উপস্থিত ছিলেন সাতক্ষীরা বারসিক রিসোর্স সেন্টারের গবেষক গাজী আসাদুজ্জামান। স্বপ্নচূঁড়ার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজী শাহরিয়ার সোহাগ, জাহিদা জাহান মৌ, মাঈশা আশরাফি অর্পি, আরিফুল ইসলাম রোহিত, শিহাব, তানভীর, মুশফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নচূঁড়ার সদস্য আরিফুল ইসলাম রোহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী আসাদ। প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রহিম বলেন,‘ছাত্ররা সকলে মিলে তাদের টিফিনের পয়সা থেকে টাকা বাচিয়ে এই যে মহৎ উদ্যোগ গ্রহন করেছে তা প্রসংশনীয়।’ তিনি আরো বলেন,‘আমরা যেই কাজ এখন জীবনের শেষ প্রান্তে এসে করছি সেই কাজ এই ছেলে-মেয়েরা তাদের যুবক বয়স থেকেই শুরু করেছে। এটাই তাদের সৌভাগ্য।’ তিনি আরো ঘোষণা দেন যে,‘তার পরিচালিত সাতক্ষীরা প্রি-ক্যাডেটের স্কুল প্রাঙ্গন সকল প্রকার জনসেবামূলক কর্মকান্ডের জন্য উন্মুক্ত।’ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকলের সাথে স্লোগান দেন,‘স্বপ্নচূঁড়া, এগিয়ে চলো।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নচূঁড়ার সদস্য অমিতেশ কুমার। অনুষ্ঠানে ১০ জন দুঃস্থ ও ৫ জন শিশুর মাঝে শীতবস্ত্র সামগ্রী করা হয়।###
২৫ডিসেম্বর২০১৭,সোমবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি