বিশ্বকে এখন ক্রিকেটের মাধ্যমে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশ-এমপি রবি

ফিরোজ হোসেন : সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অনুঃ -১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গণে আন্তর্জাতিকভাবে ক্রিকেটের প্রসার লাভ করেছে। বিশ^কে এখন ক্রিকেটের মাধ্যমে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে বাংলাদেশকে। অনুশীলন ও মেধা দিয়ে খেললে ভালো মানের সেরা ক্রিকেটার হওয়া সম্ভব।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান প্রমুখ। ইয়ং টাইগার্স অনুঃ -১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা-২০১৭-১৮ এর উদ্বোধনী খেলায় স্টেডিয়াম ভেন্যুতে অংশ নেয় কুষ্টিয়া জেলা বনাম মাগুরা জেলা দল। অপরদিকে সরকারি কলেজ মাঠে ভেন্যুতে অংশ নেয় সাতক্ষীরা জেলা দল বনাম চুয়াডাঙ্গা জেলা দল। স্টেডিয়াম ভেন্যুতে আম্পায়ারস্ এর দায়িত্ব পালন করেন সঞ্জীব ব্যাণার্জী ও তৌফিক তুরাগ এবং স্কোরার এ ছিলেন আখিরুজ্জামান তাপস। ইদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ শাহ আলম শানু, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, ইদ্রিস বাবু, কাজী কামরুজ্জামান, সৈয়দ জয়নুল আবেদীন জসি, মীর্জা কাকন, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু ও এড. ওসমান আলীসহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আম্পায়ারস্ এন্ড স্কোরার এসোসিয়েশন জেলা শাখার সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল।

২৫ডিসেম্বর২০১৭,সোমবার::ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।