নাটোর সংবাদদাতা:নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের পেয়ারা বাগানে সরকারি ত্রানের টিন ও সোলার বিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবহারের সংবাদ দৈনিক নয়াদিগন্তে প্রকাশ হলে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের জরুরী বর্ধিতসভা দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। দূর্নীর্তিতে জড়িত থাকার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনকে সভায় সর্ব সম্মতিতে শোকজ করার সিন্ধান্ত নেয়া হয়েছে। বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য নাটোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেকেন্দার রহমান ছাড়াও আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় বলা হয়, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের পেয়ারা বাগানে সরকারি ত্রানের ১০ বান্ডিল ঢেউটিন ও কয়েকটি সোলার বিদ্যুৎ (সোলার প্যানেল) ব্যবহারের সচিত্র সংবাদ দৈনিক নয়াদিগন্তে প্রকাশ হলে দলের ভাবমূুির্ত ক্ষুন্ন হয়েছে। দলের উপজেলা কমিটির সভাপতি হিসেবে সাধারন মানুষের জাল স্বাক্ষরে তিনি এ সব সামগ্রী আত্মসাত করে নিজে ব্যবহার করেছেন, এটা ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের জন্য খুবই লজ্জার ব্যপার হয়ে দাড়িয়েছে। বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফকে জানানো হলে তারা দলের সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনকে শোকজ করার কথা বলেছেন। সে অনুযায়ী মঙ্গলবারের বর্ধিত সভায় সিন্ধান্ত নেয়া হয়, আজ তাকে সাত দিনের সময় দিয়ে শোকজ নোটিশ পাঠানো হবে। নোটিশের যথাযথ জবাব দিতে না পারলে তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হবে।
২৬,ডিসেম্বর ২০১৭,মঙ্গলবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি