রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে আরিফ হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র ও মতিয়ার রহমান নামে (৬৫) এক বৃদ্ধ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুই পরিবার পৃথক জিডি করেছেন। রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র আরিফ উপজেলার ডাকবাংলো এলাকার বাদল হাওলাদারের ছেলে। ২২ ডিসেম্বর সকাল থেকে নিখোজ হওয়ার পর ২৬ ডিসেম্বর রাজাপুর থানায় তার মা জিডি (নং ৯১১)করেছেন। অপরদিকে পশ্চিম ছিটকি এলাকার বাসিন্দা মতিয়ার ২৪ ডিসেম্বর নিখোজের ঘটনায় তার ছেলে মিজানুর রহমান ২৭ ডিসেম্বর রাজাপুর থানায় জিডি (নং ৯৫০) করেছেন। খোজ পেলে রাজাপুর থানায় সন্ধান দেওয়ার অনুরোধ করেছেন তাদের পরিবার। পুলিশ জানায়, তাদের সন্ধান পেতে পুলিশ তৎপর রয়েছে।
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …