কুমিল্লায় প্রকাশ্যে ভোট দিয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা#ভোট দিচ্ছে স্কুল ছাত্ররাও#বিএনপির এজেন্ট ও ভোটারদের বের করে আ.লীগের কেন্দ্র দখল

ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:    কুমিল্লা: কুমিল্লার চার উপজেলার ১৫ টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অধিকাংশ কেন্দ্রে রাতেই ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা প্রকাশ্যে ভোট দিয়েছেন।
সরেজমিনে দেখা যায়, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা, আটিয়াবাড়ি, ভোলাইন, তুগুরিয়া কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের লোকজনকে বিএনপির এজেন্ট সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে। গণমাধ্যমের গাড়ি দেখে নিজেদের লোকজনকে লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৬নং বুথে সহকারী প্রিজাইডিং অফিসারকে ভোট দিতে দেখা যায়। এখানে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট ভোটারদের দেওয়া হচ্ছে না।
এই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বোরহান উদ্দিন ভুঁইয়া, বিএনপি প্রার্থী মাঈন উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী মাস্টার মো. সাইফুল্লাহ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হাফেজ নাসির উদ্দিন মামুন অভিযোগ করেন, প্রকাশ্যে ভোট দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন। তাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওহাবের ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

চাটিতলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইবাল বাহার জানান, জাল ভোট এবং অনিয়মের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা নির্বাচন অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘জাল ভোটের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

————–0———————

           ভোট দিচ্ছে স্কুল ছাত্ররাও, নির্বিকার প্রিজাইডিং অফিসার

কুমিল্লা: কুমিল্লা জেলার নাঙ্গলকোটের রায়কোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্কুল ছাত্ররাও ভোট দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু নির্বকার প্রিজাইডিং অফিসার।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রায়কোট ইউনিয়নের মনতলী হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে এমন অভিযোগ পাওয়া যায়।

এ বিষয় কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার আব্দুর কাদের বলেন, ‘এত কিছু যাচাই-বাছাই করা সম্ভব না। পিডা খাইলে তো আমি খাবো, আমার কিছু করার নাই।’

কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, ‘প্রিজাইডিং অফিসার অভিযোগ না দিলে আমাদের কিছু করার নেই।’

এছাড়া কয়েকটি কেন্দ্রে সকালে ভোট দেয়ার জন্য চেয়ারম্যান পদের কোনো ব্যালট পাচ্ছেন না ভোটাররা এমন অভিযোগও পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, রাতেই ব্যালটে সিল মেরেছে। এজন্য ভোটাররা এখন ভোট দেয়ার জন্য ব্যালট পাচ্ছে না।

এদিকে ভোট কেন্দ্রে অনিয়ম ও কেন্দ্র থেকে নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউপিতে বিএনপি সমর্থিত প্রার্থী মাহবুবা নাসরিনের ভোট বর্জনের ঘোষণা করেছেন।

লক্ষীপুরে ভোট কেন্দ্রে সংঘর্ষ, দুই নারীসহ আটক ৪
লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছেন দুই নারীসহ ৪ জন। আটকৃতরা হলেন মসুনুর বেগম, আসমা বেগম, দিদার হোসেন ও আবু জাহের।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে পশ্চিম বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং অফিসার আব্দুল রহিম।

এদিকে পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী নুর ছলেমান হাওলাদার ও ফিরোজ কবির বাবুল হাওলাদারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

এসময় উভয় প্রার্থীর সমর্থকরা লাঠি সোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া করলে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

————-0—————-

কুমিল্লা: কুমিল্লায় ইউপি নির্বাচনে বিএনপি সমর্থীত প্রার্থীর এজেন্ট ও ভোটারদের বের করে দিয়ে কেন্দ্র দখল করে নিয়েছে আ.লীগ।
ভোট গ্রহণ শুরুর পরই আ.লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল ও ভোটারদের বের করে দেয়। এসময় যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন কেন্দ্রে অস্ত্র নিয়ে অবস্থান করে।
আ.লীগ কেন্দ্রে কেন্দ্রে বিএনপি সমর্থীত প্রার্থীর এজেন্ট ও ভোটারদের মারধর, হামলা, ভাঙচুর করছে বলে অভিযোগ করছে বিএনপি প্রার্থীরা।
এর আগে কুমিল্লার ৪ উপজেলার ১৫ টি ইউনিয়নে সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়।

২৮ ডিসেম্বর,২০১৭ বৃহস্পতিবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

 

Check Also

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।