ক্রাইমবার্তা ডেস্করিপোর্ট:নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রংক্স কাউন্টিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন। মৃতদের মধ্যে ১ বছরের একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাসিও।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে পাঁচতলা ওই ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়।
নিউ ইয়র্ক সিটি অগ্নিনির্বাপন বাহিনী টুইটার বার্তায় জানিয়েছে, আগুন নেভাতে ১৬০ জন কর্মী কাজ করছে।
নগর পুলিশ পুলিশ কর্মকর্তা টিফ্যানি ফিলিপস জানিয়েছেন, আহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। আগুন ভবনটির একাধিক তলায় ছড়িয়ে পড়েছে।
এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাসিও জানিয়েছেন আগুন এখন নিয়ন্ত্রণে আছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের ফোর্ডহাম ইউনিভার্সিটি এবং ব্রংকস চিড়িয়াখানার কাছে প্রসপেক্ট এভিনিউতে ভবনটি অবস্থিত। ভবনটিতে ২০টিরও বেশি ফ্ল্যাট রয়েছে। ১০০ বছরেরও বেশি সময় আগে ভবনটি নির্মাণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে ওয়ালমার্টের দোকানে গুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে থর্নটনে বহুজাতিক সংস্থা ওয়ালমার্টের একটি দোকানে (স্টোর) গোলাগুলির ঘটনায় এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। থর্নটন পুলিশ এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এই হামলায় কারা জড়িত কিংবা ঘটনা সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানায়নি কলোরাডোর থর্নটন পুলিশ।
পুলিশ জানিয়েছে, গুলিতে দুজন পুরুষ ও এক নারী নিহত হয়েছেন।
ঘটনার পরপরই থর্নটন পুলিশ বিভাগের কর্মকর্তা ভিক্টর অ্যাভিলা টেলিফোনে রয়টার্সকে বলেন, ‘একাধিক লোক আহত হওয়ার খবর পেয়েছি। আমরা জানার চেষ্টা করছি তাদের বর্তমান অবস্থা কেমন!’
এক টুইটার বার্তায় পুলিশ জানায়, ‘এবারের ঘটনা কোনো দক্ষ শ্যুটারের নয়। এটা কোনো সক্রিয় অপরাধ সংঘটনের ঘটনাও নয়।’
এর এক ঘণ্টা পর পুলিশ জানায়, ওয়ালমার্টের স্টোরে গোলাগুলির সমাপ্তি ঘটেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এলাকাটিতে অনেক গোলাগুলি হয়েছে।
নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে গত মাসে এক বন্দুকধারীর গুলিতে ৫৮ জন নিহত হয়। এই মাসের এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রে বছরে ৩৩ হাজারেরও বেশি গোলাগুলির ঘটনা ঘটে।
২৯ ডিসেম্বর,২০১৭ শুক্রুবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি