নৌ পরিবহন মন্ত্রনালয়, কাস্টমস, বন্দর ও জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চ পর্যায়ের পতিনিধি দল’র বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে সভা

বেনাপোল প্রতিনিধি  :নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির নেতৃত্বে বন্দর ও জাতীয় রাজস্ব বোর্ডের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুক্রুবার বিকেলে বেনাপোল বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্টে পরিদর্শন শেষে বন্দও ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে সভা করেছেন।
পরিদর্শন শেষে তিনি বেনাপোল বন্দর মিলনায়তনে কাস্টমস, বন্দর, প্রশাসন, বিজিবি , পুলিশ ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে বন্দর উন্নয়ন ও পরিচালনা বিষয়ক সভা করেন। সভায় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপির সভাপতিত্বে আমদানি রফতানি বানিজ্যে গতিশীলতা এবং  বন্দরে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন, যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব হাবিবুর রহমান, নৌ-পরিবহণ মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব সাফায়েত হোসেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার (শুল্ক) লুৎফর রহমান, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক এলাহী, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, যশোর জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আরিফুল হক, বন্দর পরিচালক আমিনুল ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন,  প্রমুখ।
সভা শেষে  বন্দরের বাইপাস সড়ক চালু, নতুন ২টি শেড উদ্বোধন, দু’দেশের আমদানি রফতানি বানিজ্যকে আরো গতিশীল করা সহ বন্দরকে  জরুরী অটোমেশন’র এর আওতায় আনার সিদ্ধান্ত গহ্রহীত হয়।

২৯ ডিসেম্বর,২০১৭ শুক্রুবার:ক্রাইমর্বাতা.কম/প্রতিনিধি/আসাবি

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।